শুক্রবার রাত ১০:৩৯

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

বেতনের দাবিতে গুলশানে শ্রমিক বিক্ষোভ

বেতন না পেয়ে গুলশান অ্যাভিনিউতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

রোববার (১৭ মে) দুপুরে এ বিষয়ে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, ‘রোববার সকাল ১০টার পর প্রায় অর্ধশতাধিক শ্রমিক প্যারাডাইস কোম্পানির একজন মালিকের বাসার সামনে এসে বিক্ষোভ করতে থাকেন। পরে আমরা গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলি। তারা বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা ফিরে যান।’

পুলিশ ও শ্রমিকদের জানায়, ওই গার্মেন্টসটি নারায়ণগঞ্জে অবস্থিত। ওই কোম্পানির মালিক চারজন। তারমধ্যে এক মালিকের বাসা গুলশানে।গত দুই মাসের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকার মালিকের বাসার সামনে বিক্ষোভ করেন। তবে করোনাভাইরাসের কারণে বর্তমানে কোম্পানিাটি বন্ধ রয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে