শুক্রবার দুপুর ১:৩২

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

বিএনপির ভাইস চেয়ারম্যান বুলুকে ছয়মাসের জামিন

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে নাশকতার ৭ মামলায় ছয়মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

রবিবার এর মধ্যে রাজধানীর পল্টন থানার ৪টি এবং শেরে বাংলানগর, মোহাম্মদপুর ও মতিঝিল থানার একটি করে মোট ৭ মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারপতি মো. মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসিরউল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ।

নাশকতার ১৯ মামলায় বর্তমানে কারাবন্দি বুলুর জামিনের আবেদন জানিয়েছেন তার আইনজীবীরা।

আদালতে বরকত উল্লাহ বুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার শাকিব মাহবুব।

বুলুর বিরুদ্ধে নাশকতার মোট ৫৪টি মামলা রয়েছে। ২০১৫ সালে হরতাল-অবরোধ চলাচলে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মামলাগুলো দায়ের করা হয়।

গত ১৮ মে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে ৩১ মামলায় জামিনের আবেদন জানান তিনি।  জামিন না দিয়ে কারাগারে পাঠান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলামের আদালত।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে