শুক্রবার রাত ১০:৫৪

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

বঙ্গভবনে ঈদুল আজহার নামাজ পড়বেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শনিবার সকালে বঙ্গভবন দরবার হলে তাঁর পরিবারের সদস্যবর্গ এবং কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মুসলিম ধর্মের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

কোভিড-১৯ মহামারির কারণে চলমান বৈশ্বিক সঙ্কটের প্রেক্ষাপটে পবিত্র ঈদুল আজহার দিনে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রথাগত পবিত্র ঈদের নামাজ আদায় কর্মসূচি বাতিল করা হয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন বাসসকে জানান, রাষ্ট্রপ্রধান সকাল সাড়ে ৮টায় বঙ্গভবন দরবার হলে তাঁর পরিবারের সদস্যবর্গ ও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করবেন। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির ঈদ জামায়াতে ইমামতি করবেন।

বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং জনগণের ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার চির শান্তি এবং সারা দেশের পাশাপাশি বিশ্ব জুড়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

বঙ্গভনের মুখপাত্র আরো বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নামাজ আদায়ের পর ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে না।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে