শুক্রবার রাত ১০:৪১

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

প্রণোদনা পেল গ্রামপুলিশরাও

করোনাভাইরাসের সময়ে কাজ করায় বাংলাদেশের চার হাজার ৫৬৯টি ইউনিয়ন পরিষদে নিয়োজিত প্রায় ৪৬ হাজার গ্রামপুলিশকে (দফাদার ও মহল্লাদার) এক হাজার ৩০০ টাকা করে প্রণোদনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

আজ সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে ছয় কোটি টাকা বিশেষ অনুদান দিয়ে এ সংক্রান্ত জিও জারি করা হয়েছে।

২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দ হতে প্রত্যেক জেলার জন্য মঞ্জুরীকৃত অর্থ উঠানোর অথরিটিপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকরা তাদের অনুকূলে বরাদ্দকৃত অর্থ ট্রেজারি হতে তুলে প্রত্যেক গ্রামপুলিশকে সরাসরি দেবেন।

করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ভূমিকা পালন করায় প্রণোদনা হিসেবে গ্রামপুলিশদের এই অনুদান দেওয়া হয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে