শুক্রবার রাত ১০:৩০

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

নরসিংদী কারাগারে ঈদ উপলক্ষে বন্দিদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন

সমাজ ডেস্ক: মিলনের বার্তা নিয়ে আবার এসেছে ঈদুল আজহা। সবার মতো নরসিংদী কারাগারে বন্দিরাও ঈদ পালন করেছেন। তবে অন্যবারের তুলনায় এবারের ঈদটা ব্যতিক্রম। নরসিংদী কারাগারে এবার পৃথকভাবে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয় এবং সকাল ৯টায় ২য় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নরসিংদী কারাগারের তথ্য অনুযায়ী ঈদের দিন ৯শত ২৬জন বন্দির মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়। এর মধ্যে ৩৬ জন নারী বন্দি রয়েছে। দুইজন নারী বন্দির সাথে থাকা দুইজন শিশু ও দুইজন মা বন্দিকে নতুন পোশাক ও শাড়ী দেয়া হয়। খাবারের মধ্যে ছিল সকালের নাস্তা সেমাই, মুড়ি। দুপুরে পোলাও, গরুর মাংস/খাসির মাংস, মুরগীর মাংস, কোমল পানীয়, সালাত, চমচম ও পান সুপারি। রাতের মেনুতে ছিল সাদা ভাত, রুই মাছ ও আলুর ধম ইত্যাদি। নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মো. শফিউল আলম জানান, কারাগারের পরিস্থিতি ভালো রয়েছে। সকালে ঈদের নামাজ আদায়ের পূর্বে বন্দিদের উদ্দেশ্যে কারা মহাপরিদর্শক কর্তৃক প্রেরিত ঈদ শুভেচ্ছা বাণী পাঠ করে শুনানো হয়। এছাড়া কারাগারে আল্লাহর রহমতে কোন প্রকার করোনা আক্রান্ত রোগী নেই। বন্দিদের মাঝে একজন মৃত্যুদন্ড প্রাপ্ত, দুইজন বিদেশী নারী ও পুরুষ এবং একজন জেএমবি রয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব মেনে থাকার বিষয়ে বন্দিদের দিক নির্দেশনা দেয়া হয়।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে