বৃহস্পতিবার সকাল ৭:৫০

১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

নরসিংদী ও মাগুরায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদী ও মাগুরায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার ধান কাটার সময় তাদের মৃত্যু হয়।

নরসিংদীর পলাশে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে ধান কাটার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, সকালে দেলোয়ার হোসেন, সামসুল হক ও মনির হোসেন নামের তিন কৃষক গজারিয়া গ্রামে ধান কাটতে যান। ধান কাটার এক পর্যায়ে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাত দেলোয়ার ও সামসুল হকের শরীরে পড়ে। পরে এলাকাবাসী তাদের মুমূর্ষু অবস্থায় পলাশ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। সামসুল হক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে মাগুরার মহম্মদপুরে শুক্রবার সন্ধ্যায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বজ্রপাতে মারা যাওয়া কৃষকের নাম কাওসার শেখ (৭০)।

নিহতের স্বজনেরা জানায়, শুক্রবার নিজ বাড়ির উঠানে কাওসার শেখ ধান গোছানোর কাজ করছিলেন। এমন সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে