শুক্রবার রাত ১০:৪৮

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

নরসিংদীতে ১৭৫ প্রতিবন্ধী ব্যক্তির ঘরে পৌঁছে দেয়া হলো ইফতার সামগ্রী

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ১৭৫ জন প্রতিবন্ধী ব্যক্তির ঘরে পৌঁছে দেয়া হলো ইফতার সামগ্রী। বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব ইফতার সামগ্রী দেয়া হয়।
নরসিংদী সুইড স্কুলের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনা ও পরিকল্পনায় মেঘে ডাকা আলোকিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতি বছর ইফতারির আয়োজন করে জেলা প্রশাসন। এ বছর করোনা মহামারীর জন্য ১৭৫ জন প্রতিবন্ধী ব্যক্তির বাড়ি বাড়ি ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক।
সিদ্ধান্ত অনুযায়ী জেলা প্রশাসকের সার্বিক তত্বাবধানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ ও সুইড স্কুলের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকার বাড়ি বাড়ি গিয়ে দু:স্থ প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের নিকট ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে