বৃহস্পতিবার বিকাল ৩:৫৫

২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বসন্তকাল

নরসিংদীতে ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে গুলি করে হত্যা, জড়িত আসামী অস্ত্রসহ গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে রবিবার সকালে আমির হোসেন (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করার পর দুপুরে হত্যায় জড়িত আসামী শাহিন মোল্লা ওরফে পেট কাটা শাহিন ওরফে কবির (৩৭)কে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির টাকা ভাগাভাগি নিয়েই এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহিন জেলার রায়পুরা উপজেলার রাজনগর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে। সে নরসিংদী শহরের বানিয়াছল খালপাড় এলাকায় বসবাস করতো। রায়পুরার রাজনগরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর মডেল থানা পুলিশ। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপন কুমার সরকার জানান, নিহতের স্বজনদের দেয়া তথ্যমতে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে রবিবার সকাল সাড়ে ৫টার দিকে আমির হোসেনকে ফোনে ডেকে খালপাড় এলাকায় নিয়ে গুলি করে হত্যা করে শাহিন মোল্লা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তাৎক্ষনিকভাবে জড়িত আসামী গ্রেপ্তার ও হত্যার রহস্য উদঘাটনে তদন্তে নামে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুপুরে রায়পুরার রাজনগরের বাড়ি থেকে হত্যায় জড়িত শাহিন মোল্লা ওরফে পেট কাটা শাহিন ওরফে কবির (৩৭)কে হত্যায় ব্যবহৃত একটি পিস্তল ও একটি ম্যাগজিনসহ গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ডাকাতির টাকার ভাগবাটোয়া নিয়ে ডাকাত দলের সদস্য আমির হোসেনকে গুলি করে হত্যা করে শাহিন। আমির হোসেন ও শাহিনসহ অন্যান্যরা দলগতভাবে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল।গ্রেপ্তারকৃত শাহিনের বিরুদ্ধে ইতোপূর্বে খুন, ডাকাতি ও অস্ত্রসহ মোট ৬টি মামলা রয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে