শুক্রবার রাত ১০:৪১

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

নরসিংদীতে জুম কনফারেন্সের মাধ্যমে অনলাইন ক্লাস পরিচালনা সংক্রান্ত ওয়ার্কশপ

নরসিংদী জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে জুম কনফারেন্সের মাধ্যমে অনলাইন ক্লাস পরিচালনা সংক্রান্ত ওয়ার্কশপ

আজ ১৬ মে ২০২০ তারিখ করোনাজনিত উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সচল রাখতে জুম অ্যাপ্লিকেশন এর মাধ্যমে অনলাইন ক্লাস পরিচালনার লক্ষ্যে নরসিংদী জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত ওয়ার্কশপে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি, নরসিংদীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।

করোনা প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে স্থবির হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে সচল করতে অনলাইন ক্লাস যুগান্তকারী ভূমিকা রাখবে উল্লেখ করে মান্যবর প্রধান অতিথি তাঁর বক্তব্যে অদ্যকার কর্মশালালব্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগ ঘটানোর জন্য উপস্থিত শিক্ষকবৃন্দের প্রতি আহবান জানান।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে