বুধবার বিকাল ৪:৫৪

২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

নরসিংদীতে করোনায় কর্মহীন অতি দরিদ্র মানুষের মাঝে আরডিআরএস এর নগদ অর্থ বিতরন

সমাজ ডেস্ক: চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষ ও অতি দরিদ্র মানুষের মাঝে আরডিআরএস বাংলাদেশ নামক একটি বে-সরকারী উন্নয়ন সংস্থা নরসিংদীতে দুই হাজার টাকা করে নগদ অর্থ,অনুদান হিসাবে বিতরন করছে। ৩০০ জন দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষ ও অতি দরিদ্র মানুষের মাঝে ১ মাসে ২০০০ টাকা করে নগদ অর্থ অনুদান হিসাবে বিতরন করা হবে। তালিকাভুক্ত ৩০০ জন দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষ ও অতি দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসাবে ৪ সপ্তাহ ব্যাপি ৫০০ টাকা করে নগদ অর্থ অনুদান হিসাবে বিতরন করা হবে। সংস্থাটির দ্বিতীয় পর্যায়ের নগদ অনুদান বিতরন চলমান রয়েছে। সংস্থাটির পরিচালক (ফিল্ড অপারেশন্স) মোঃ হুমায়ুন খালেদ সমাজ নিউজকে বলেন- যুদ্ধের পর থেকে বাংলাদেশের যে কোন দুর্যোগকালীন সময়ে দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে কাজ করেছে আরডিআরএস বাংলাদেশ ভবিষ্যতেও দরিদ্র অসহায় মানুষের পাশে থাকবে । সংস্থাটির হেড অব মাইক্রোফাইন্যান্স আর.এম ফুহাদ বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে দৈনিক আয়ের উপর নির্ভরশীল সাধারন মানুষদের ঔষধ সহ অন্যান্য জরুরী খাদ্য সহায়তার জন্য নগদ ৫০০ টাকা করে ৪ সপ্তাহ ব্যাপি নগদ অর্থ অনুদান হিসাবে বিতরন করা হচেছ ,যাতে দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষ করোনা পরিস্থিতিতে কষ্ট না পায়। আরডিআরএস নরসিংদী আঞ্চলিক অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ) মোঃ মোমিনুল ইসলাম বলেন এ সব দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষ ও অতি দরিদ্র মানুষের বাড়ী বাড়ী গিয়ে নগদ অনুদান বিতরন করা হচেছ। পাশাপাশি করোনা বিষয়ে সচেতন করা হচ্ছে যে করোনা আতংক নয়। করোনা সর্ম্পকে আমাদের সচেতন হতে হবে। ঘন ঘন দুই হাত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড যাবত পরিস্কার করতে হবে,হাঁচি ও কাশির সময়ে কাপড় দিয়ে অথবা কনুই ভাঁজ করে নাক মুখ ঢেকে ফেলতে হবে ,যেখানে সেখানে কফ ,থুথু ফেলানো যাবে না।নাক ও মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে। বাড়ীতে অবস্থান করার জন্য সবাই কে অনুরোধ করা হচ্ছে। পাঁচদোনায় অনুদান বিতরন কালে ছিলেন আরডিআরএস বাংলাদেশ নরসিংদী রিজিওনের রিজিওনাল ম্যানেজার মোঃ মোমিনুল ইসলাম,শাখা ব্যবস্থাপক মোঃ হিসাব রক্ষক কাঞন চন্দ্র রায়, হিসাব রক্ষক মোঃ এনামুল ইসলাম, দৈনিক সময়ের পএিকার জেলা প্রতিনিধি আবুল বাশার বাছির প্রমুখ। রায়পুরায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ শফিকুল ইসলাম, রায়পুরা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ ছাদেক হোসেন, সাবেক ইউপি সদস্য শংকর দাস, এমএফ ও মোঃ ইছা মিয়া,তানিয়াআক্তার, হেনা বেগম ।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে