রবিবার সকাল ৮:১৩

১৪ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা শাওয়াল, ১৪৪৫ হিজরি

১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু, শনাক্ত ৩৭৭৫

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ৮৮৮ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৭৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জনে।

বুধবার (০১ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬২ হাজার ১০২ জন। সারা দেশ ১৬ হাজার ৮৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। ৬৯টি ল্যাবে আগের ও নতুন করে সংগ্রহ করা নমুনা থেকে ১৭ হাজার ৮৭৫টি পরীক্ষা করা হয়। মোট পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫টি নমুনা।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে