মঙ্গলবার দুপুর ১:৪৪

১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৮ই রমজান, ১৪৪৫ হিজরি

৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বসন্তকাল

দেশেই তৈরি হলো করোনার নমুনা সংগ্রহের কিট

করোনাভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ ও সংরক্ষণের কিট তৈরি করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ডেজিগনেটেডে রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিকেল মেজারমেন্টস (ডিআরআইসিএম) ল্যাবের বিজ্ঞানীরা এ কিট তৈরি করেছেন।

বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ডিআরআইসিএম নমুনা সংগ্রহ ও সংরক্ষণের জন্য ৫ হাজার কিট দিয়েছে।

বুধবার রাতে ডিআরআইসিএম ল্যাবের পরিচালক ড. মালা খান বলেন, ‘এ কিটের মাধ্যমে ভাইরাসের নমুনা সংগ্রহ, পরিবহন ও দীর্ঘক্ষণ (চার ডিগ্রি তাপমাত্রায় তিন দিন) সংরক্ষণ করা যাবে।’

তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের গাইডলাইন অনুসরণ করে এ কিট তৈরি করা হয়েছে। এ কিটে যাতে ক্রস কন্টামিনেশন না হয়, সে বিষয়টি খেয়াল রাখা হয়েছে। এটি অনেক হালকা এবং রাবার স্টপার্স দিয়ে তৈরি মুখ রয়েছে। ফলে নমুনা বাইরে বের হওয়ার সুযোগ কম।’







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে