শুক্রবার রাত ৯:৫২

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

ক্রিকেট রেকর্ড থেকে

ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমন-ই এক রেকর্ডের তথ্য দিব এবার। আপনি জানেন কি, অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও উইকেটের রেকর্ড বাংলাদেশের ক্রিকেটারদের দখলে।

যুব ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। মূলত মেহেদী হাসান মিরাজদের হাত ধরে যুব ক্রিকেটে দারুণ সাফল্য পাওয়া শুরু করে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় এবার যুব ক্রিকেটে চ্যাম্পিয়নও হয়েছে বাংলাদেশ।

মেহেদী হাসান মিরাজ বল হাতে যুব ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত মিরাজ যুব দলের হয়ে ৫৬ ম্যাচে ৮০ উইকেট পেয়েছেন। ২০.৯০ গড়ে এ সাফল্য পেয়েছেন ডানহাতি স্পিনার। পাঁচ উইকেট পেয়েছেন সর্বোচ্চ একবার। ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করেছেন নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান ৫৮ ম্যাচে ৩৭.৯১ গড়ে করেছেন ১৮২০ রান। ২ সেঞ্চুরির পাশাপাশি নামের পাশে রয়েছে ১২ হাফ সেঞ্চুরি।

যুব ক্রিকেটে সর্বোচ্চ রান

নাজমুল হোসেন শান্ত ১৮২০

সামি আসলাম ১৬৯৫

তৌহিদ হৃদয় ১৬২৪

কুইন্টন ডি কক ১৪০৯

বিজয় ঝোল ১৪০৪

যুব ক্রিকেটে সর্বোচ্চ উইকেট

মেহেদী হাসান মিরাজ ৮০

ইমাদ ওয়াসিম ৭৩

পিউস চাওলা ৭১

মাহমুদুল হাসান ৬৬

সাচিথ পাথিরানা ৬৪







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে