শুক্রবার রাত ১১:৩৪

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

কামরাঙ্গীরচরে করোনা রোগী, পুরো এলাকা ‘লকডাউন’

সমাজ ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচরে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি পুরুষ। শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ওসি তদন্ত মোস্তফা আনোয়ার।

তিনি জানান, ওই ব্যক্তির ২/৩ দিন ধরে জ্বর ছিল। পরে তিনি ঢাকা মেডিকেলে করোনাভাইরাসে পরীক্ষা করান। আজ সকালে পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে। আক্রান্ত ব্যক্তির এক ছেলে, এক মেয়ে এবং স্ত্রী আছে। তিনি পেশায় সবজি বিক্রেতা।

ওসি তদন্ত আরো জানান, কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর চাঁদ মসজিদ এলাকা ও আবু সাইদের বাজার লকডাউন করে দেয়া হয়েছে। এছাড়া সার্বক্ষণিক পুলিশের টহল রয়েছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর ১০ এপ্রিল দুপুর পর্যন্ত সারাদেশে মোট ৪২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। এরমধ্যে ঢাকাতেই আক্রান্ত ২৩৩ জন। এখন পর্যন্ত সারাদেশে ২৭ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৩৩ জন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে