শুক্রবার রাত ৯:৫৪

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

করোনা আক্রান্তের তালিকায় জার্মানিকে ছাড়িয়ে বাংলাদেশ

করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় জার্মানিকে ছাড়ালো বাংলাদেশ। রোববার করোনা সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইটের তালিকায় এমনটাই দেখা গেছে।

রোববার বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৪৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৫২৫ জনে। একই সময় ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১৮ জনে।

জার্মানিতে এ পর্যন্ত ২ লাখ ২৫ হাজার ৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯ হাজার ১৬২ জন। গত ১৯ জুন থেকে দেশটিতে প্রতিদিনের আক্রান্তের সংখ্যা ৬০০ বা এর নিচে অবস্থান করছে।

জার্মানির চেয়ে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা বেশি হলেও মৃতের সংখ্যা তুলনামুলকভাবে অনেক কম। তবে সুস্থতার সংখ্যার দিক থেকে এগিয়ে আছে জার্মানি। দেশটিতে এ পর্যন্ত এক লাখ ৮৭ হাজার ৮০০ জন সুস্থ হয়েছেন। সেই তুলনায় বাংলাদেশে সুস্থ হয়েছেন এক লাখ ১১ হাজার ৬৪২ জন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে