বৃহস্পতিবার রাত ৮:১৬

২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বসন্তকাল

করোনায় মৃত্যু ১ লাখ ১৩ হাজার

বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন দীর্ঘ হচ্ছে লাশের সারি। মৃত্যুর এই মিছিলের গতি কখনও ধীর হচ্ছে আবার কখনও দ্রুত। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৮ লাখ ৩১ হাজার ২০৩ জন। আর মারা গেছেন এক লাখ ১৩ হাজার তিন জন।

আক্রান্ত ও মৃত-দুটির সংখ্যাই এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। গ্রিনিচ মান সময় রোববার বিকেল ৫টা ৫০ মিনিট পর্যন্ত দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৫ জন। এতে আক্রান্তের মোট সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ৯৩৪ এ পৌঁছেছে। একই সময় মারা গেছেন ৮৯৭ জন। এতে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২১ হাজার ৪৭৪ এ পৌঁছেছে।

গত তিন দিনের মধ্যে প্রথমবারের মতো স্পেনে রোববার করোনায় মৃতের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৬১৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ১৬ হাজার ৯৭২ এ পৌঁছেছে।

রোববার করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে যুক্তরাজ্যে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭১০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৫৮৫ তে পৌঁছেছে।

করোনায় মৃতের সংখ্যা কমার লক্ষণ দেখা গেছে ফ্রান্সে। টানা তিন দিন ধরে দেশটিতে মৃতের সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৫৬১ জনের মৃত্যু হয়েছে। এর ফলে এখানে মৃতের সংখ্যা ১৪ হাজার ৩৯৩ তে পৌঁছেছে

ইতালির অবস্থাও ইতিবাচক। দেশটিতে কমতে শুরু করেছে মৃতের সংখ্যা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় এখানে ৪৩১ জনের মৃত্যু হয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে