রবিবার রাত ১০:০৭

২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

এবার ফোক ফেস্ট হচ্ছে না

এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’-এর ষষ্ঠ আসর স্থগিত করা হয়েছে। অনুমতি থাকা সত্ত্বেও করোনা সচেতনতার কারণে এবারের আয়োজনটি হচ্ছে না।

আজ শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের সিওও (চিফ অপারেটিং অফিসার) অজয় কুমার কুণ্ডু। তিনি বলেন, ‘এবারের অনুষ্ঠানের জন্য আমাদের অনুমতি নেওয়া ছিল। তবে করোনার কারণে আয়োজনটি আমরা করছি না। যেহেতু আয়োজনটি হলে লোকসমাগম হবে, সে জন্যই সচেতনতার কারণে এবারের আয়োজন বাতিল করেছি।’

পরবর্তী আয়োজন কবে হবে? এমন প্রশ্নে অজয় কুমার কুণ্ডু বলেন, ‘চলতি বছর এ আয়োজনটি আর হচ্ছে না, এটা নিশ্চিত। পরের বছরেরটা হবে। সেটা কখন হবে, সেটা নির্ভর করছে করোনা-পরিস্থিতির ওপর। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা বসব।’

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশনের আয়োজনে ২০১৫ সালে প্রথমবারের মতো পাঁচ দেশের শতাধিক শিল্পী নিয়ে আয়োজিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। এ আয়োজনে বিশ্বের নানা দেশ থেকে জনপ্রিয় সব লোকশিল্পী অংশ নেন। উৎসবটি বিনামূল্যে উপভোগ করে থাকেন লক্ষাধিক দর্শক।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে