শুক্রবার রাত ১২:০৪

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বসন্তকাল

এক হলো ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের চ্যাটিং সেবা

দীর্ঘ ১৮ মাস পরীক্ষার পর এক হলো ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের চ্যাটিং সেবা। ফলে এখন থেকে মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা একে অন্যের সঙ্গে বার্তা আদান-প্রদান করতে পারবেন।

এক ব্লগ পোস্টে সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন মেসেঞ্জারের প্রধান স্ট্যান শাডনোভস্কি ও ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি।

দ্য গার্ডিয়ানের খবর, গত বছর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মেসেজিং সিস্টেমকে একীভূত করার ঘোষণা দিয়েছিল অ্যাপগুলোর মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক। তবে সেটা কীভাবে ও কী প্রক্রিয়ায় করা হবে এর জন্য এ দীর্ঘ সময় নিয়েছে ফেসবুক। কিন্তু এখনো এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়নি হোয়াটসঅ্যাপকে।

জানা গেছে, এখনই সব ব্যবহারকারী এ সেবা না পেলেও ধীরে ধীরে সবার জন্যই এ সেবা উন্মুক্ত করা হবে। সেক্ষেত্রে ইনস্টাগ্রামে এই সেবা চালুর জন্য প্রথমে অনুমতি চাওয়া হবে ব্যবহারকারীর কাছে। যদি ব্যবহারকারী তাঁর ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার সেবা একীভূত করতে চান, তবেই সেবাটি চালু হবে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে