রবিবার রাত ১০:০৭

২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

ঋণের কিস্তি না দিলেও কেউ খেলাপি হবেন না: অর্থমন্ত্রী

বৃহত্তর স্বার্থে সরকার ব্যবসায়ীদের পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  তিনি বলেন, ‘করোনার কারণে ডিসেম্বর পর্যন্ত ঋণের কিস্তি না দিলেও কেউ খেলাপি হবেন না।’  বুধবার (৩০ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘ঋণের কিস্তি পারিশোধের সময় বাড়ানো হয়েছে।  ঋণের টাকা মাফ করে দেওয়া হয়নি, টাকা আমরা পাবো।  সময় না বাড়িয়ে এ সময় যদি আমরা বাধা সৃষ্টি করি তাহলে এক্সপোর্ট অর্ডারগুলো বাস্তবায়ন করা যাবে না।  আমরা যে আমদানি করছি, তার এলসিগুলো নিষ্পত্তি করা যাবে না।  বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হবে।’

যে মুহূর্তে ঋণ ক্লাসিফায়েড হয়ে যাবে, সেই মুহূর্তে ব‌্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘করোনাকালে ব্যবসায়ীদের সাহায্য করার জন্যই বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।’

সরকারি ও বেসরকারি উভয় ব্যাংক বলছে এই সিদ্ধান্তে ফলে তাদের আয়ের ওপরে প্রভাব ফেলছে।  এই প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এই বিষয়টিই শুধু নয়, আরও অনেক বিষয় বিবেচনা করে করা হয়েছে।  এখন কোনোভাবে কিছু হলে অনেকেই ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসায়ীরা যদি ভালো থাকে ব্যাংকগুলোও ভালো থাকবে।’

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) এই প্রসঙ্গে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।  এতে বলা হয়েছে, আগামী ডিসেম্বর পর্যন্ত ঋণের কিস্তি না দিলেও কোনো ব্যবসায়ীকে ঋণখেলাপি ঘোষণা করা যাবে না। আবার এই সময়ে ঋণের ওপর কোনো ধরনের দণ্ড বা অতিরিক্ত ফি আরোপও করা যাবে না।  তবে যদি কেউ ঋণ পরিশোধ করে নিয়মিত গ্রাহক হন, তাকে খেলাপি গ্রাহকের তালিকা থেকে বাদ দিতে হবে।

ঢাকা/হাসনাত/এনই







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে