বৃহস্পতিবার রাত ১০:৫৪

২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

উত্তরার তিন ভবনের আগুন নিয়ন্ত্রনে

রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরে পাশাপাশি দুটি ভবনের লাগা আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আছে তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক মেজর শকিল নেওয়াজ।

তিনি বলেন, ‘আগুন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, তবে পুরোপুরি আনতে আরও কিছুটা সময় লাগবে। ভবনের ভেতর প্রচুর দাহ্য পদার্থ-প্লাস্টিক, ফোম, ফার্নিচার থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। আগুন নেভানোর জন্য ভবনের কোথাও কোনও ব্যবস্থা ছিল না। এজন্য আমাদের আরও বেগ পেতে হয়েছে। আগুন লাগার পরপর ভবনের গার্ডরা পালিয়ে যায়। তারা প্রাথমিক অবস্থায় চেষ্টা করলে আগুন এতো বাড়তো না।’

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও মেজর শাকিল জানান।

সোমবার (৩ জুলাই) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত্র। এর থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

রেস্টুরেন্টের মালিক বলেন, তার দুজন কর্মী ভেতরে ছিল। তবে আগুন লাগার পরপর তার বের হয়ে যায়। ভেতরে আর কেউ নেই।

পাশাপাশি তিনটি ভবন। এর একটি ছয়তল ভবন, একটি চারতলা, ও আরেকটি ছয়তলা। এর মাঝের চারতলা পুরো ভবন জুড়েই সি সিল রেস্টুরেন্ট। আগুনে রেস্টুরেন্টটি পুরোপুরি পুড়ে গেছে। ভবনটির তৃতীয় তলায় আইসিবি ইসালামী ব্যাংকের শাখা রয়েছে

মাজখানর ভবনটির ডান পাশেরটিতে স্ট্যান্ডার্ড ব্যাংক শাখা ছাড়াও ডেন্টাল কেয়ার, নিচতলায় একুশে রেস্তরা রয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে