শুক্রবার সকাল ৬:১০

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বসন্তকাল

আল-জাজিরাকে সাক্ষাৎকার দেওয়া রায়হান মালয়েশিয়ায় গ্রেপ্তার

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশি শ্রমিক রায়হান কবিরকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। 

দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খাইরুল দিজামি দাউদের বরাত দিয়ে মালয় সংবাদমাধ্যম হারিয়ান মেট্রো শুক্রবার এ তথ্য জানিয়েছে।

৩ জুলাই আল-জাজিরার ‘লকডআপ’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্রে দাবি করা হয়েছিল, লকডাউনের সময় অভিবাসী শ্রমিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। এতে সাক্ষাৎকার দিয়েছিলেন রায়হান কবির। এতে মালয়েশিয়া কর্তৃপক্ষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানায়, রায়হান কবিরের ওয়ার্ক পারমিট (ভিসা) বাতিল করেছে ইমিগ্রেশন বিভাগ। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এর আগে তাকে আত্মসমর্পণ করতে হবে।

শুক্রবার হারিয়ান মেট্রো জানিয়েছে, কুয়ালালামপুরের একটি কনডোমিনিয়ামে লুকিয়ে ছিলেন রায়হান কবির। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে