বুধবার বিকাল ৩:১৩

১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ বসন্তকাল

৫ জনের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে  আগুনে ৫ জনের মৃত্যুর ঘটনায় ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।  আগামী ১৪ জুনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

একইসঙ্গে এ ঘটনায় পুলিশের আইজিপি, ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ ও রাজউককে পৃথক প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (০২ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট নিয়াজ মাহমুদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এর আগে গত ৩০ মে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণ থেকে লাগা আগুনে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় রিট করেন আইনজীবী নিয়াজ মাহমুদ ও সাহিদা পারভীন শিলা। 

গত ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনে ৫ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়।  মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ এবং  ১ জন নারী।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে