আগামী ২৪ জুলাই থেকে এ বছরের হজ যাত্রীদের ফ্লাইট শুরু হচ্ছে। ওই দিন দুটি ফ্লাইটে এক হাজারের মত যাত্রী সৌদির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন। এ বছর এলাখ ২০ হাজারেরও বেশি হজ যাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরব যাচ্ছে।
জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিল বলেন, বিমান মন্ত্রণালয় থেকে এরই মধ্যে হজ ফ্লাইটের সিডিউল ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে যাত্রীদের আসন পুনঃবিন্যাস করে চুড়ান্ত সিডিউল আগামী দু’একদিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হবে।
তবে ২৪ জুলাই থেকেই হজ ফ্লাইট শুরু হচ্ছে বলে নিশ্চিত করেছেন ধর্ম সচিব। এর আগে আগামী ১২ জুলাই থেকে হজ যাত্রীদেরকে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে সনদ নিতে হবে।