আজ সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানানো হয়
দেশে গত ২৪ ঘণ্টায় ১৫৭০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৮২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। ফলে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০৩ জনে।
সোমবার (১৩ এপ্রিল) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন। ফলে এ নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৪২ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্য দিয়ে মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে ২৪ ঘণ্টায় গতদিনের তুলনায় নমুনা সংগ্রহের পরিমাণ ৩৮% বেশি এবং নমুনা পরীক্ষার সংখ্যা ১৭% বেশি।