নরসিংদী- প্রতিনিধি: নরসিংদী- মনোহরদীর বড়চাপা গ্রামে আদালতের ১৪৫ ধারা জারি করা জমিতে নিষেধাজ্ঞা অমান্য করে স্থায়ী স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক উভয়পক্ষকে নোটিশ করা হয়েছে । সূত্রে বর্ণিত এম মামলাটি প্রথম পক্ষ বিজ্ঞ আদালতে দায়ের করেছে । সম্পত্তিতে দ্বিতীয় পক্ষ গন শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা করছে,এতে করে উভয়পক্ষের মধ্যে যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। আদালতের নির্দেশ অমান্য করে স্থায়ী স্থাপনা নির্মাণ করতে গেলে মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে মনোহরদী এম মামলা নং৪৯৮/২০২০ ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় প্রতিবেদক সংবাদ সংগ্রহ করতে গেলে সরজমিনে গিয়ে দেখা যায়, বিবাদী রেখা বেগমের লোকজন বিরোধমান সম্পত্তিতে স্থায়ী স্থাপনা করতেছে। ঘটনাস্থলে উপস্থিত আনোয়ারুল ইসলাম খোকা সাথে কথা বললে তিনি জানান, এই জমিটি আমরা দীর্ঘদিন যাবৎ দখল করে আছি এখানে আমাদের দলিলপত্র ও বৈধ কাগজ পত্র রয়েছে। এতে কার্যবিধির ১৪৫ ধারা সম্বন্ধে জানতে চাইলে তিনি জানান, এখনো পর্যন্ত আমরা কোন আদালত হতে কাগজ পত্র নোটিশ পায়নি। এই জমি সংক্রান্ত ব্যাপারে মামলা মোকদ্দমা রয়েছে বলেও তিনি স্বীকার করেন। সূত্রেরে আরো জানা গেছে, উত্তরাধিকারী সুত্রে পাওয়া নালিশা সম্পত্তি ক্রয় ও জোত সুত্রে ৩৪ শতাংশের মালিক বড়চাপা গ্রামের আলাউদ্দিন মাস্টারের ছেলে শরীফ মিয়া। উক্ত নালিশা ভুমিতে শরীফ মিয়া ধান চাষ বিদ্যামান আছে। একই গ্রামের খোকা মিয়া প্রভাবশালী সাবেক মেম্বার ইছাক হোসেন আঙ্গুর ও মোহনের সহযোগিতায় জমি দখলের পায়তারা করেছে বলে ভিকটিম পরিবার জানায়। উক্ত নালিশা জমি বেদখল থেকে রক্ষায় মোঃ শরীফ মিয়া আদালতের দারস্থ হয়ে ফৌজদারী কার্যবিধি ১৪৫ ধারা জারি করান এবং আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি অনুরোধ জানান। উক্ত বিষয়টি নিয়ে মনোহরদী থানায় একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় আসামীগন জামিনে এসে আবারও শরীফ মিয়াও তার বাবাকে ভয়ভীতি দেখানোর মাধ্যমে নালিশা জমিতে স্থায়ী স্থাপনা নির্মাণ করছে। স্থানিয় ভাবে শরীফ মিয়া বিষয়টি আবারো সমাধানের চেষ্টায় ব্যর্থ হয়ে গতকাল ১৫ই অক্টোবর আদালত থেকে নোটিশ করান। এ বিষয়টি নিয়ে বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে আলাপ করলে তিনি জানান যে বিষয়টি নিয়ে খুব দ্রুত সমাধানে যাওয়ার চেষ্টা করব। ভুক্তভুগি শরীফ মিয়া জানায় মামলায় আদালত উভয় পক্ষকে ঐ জমিতে সকল ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় কিন্ত আদালতের নির্দেশ অমান্য করে খোকা মিয়া স্থায়ী স্থাপনা নির্মান করছে। আদালতের নির্দেশ অমান্যকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের ও সুদৃষ্টি কামনা করেন অসহায় পরিবার।
১৪৫ ধারা অমান্য করে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ
প্রকাশ : অক্টো ১৮, ২০২০ | Comments Off on ১৪৫ ধারা অমান্য করে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ