গত ১৮ মে অসচ্ছল ভক্তদের আর্থিক সহযোগিতা করার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল। ঘোষণা দেওয়ার পর প্রায় ১১ হাজারের বেশি আবেদন জমা পড়ে।
আবেদন যাচাই-বাছাই শেষে ১ হাজার ২৫০জন ভক্তের মাঝে ২৫ লাখ টাকা বিতরণ করলেন তিনি। অনন্ত জলিল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়েছে—আলহামদুলিল্লাহ, আমরা ১২৫০ জনের জন্য ২৫ লাখ টাকা আজ নগদ-এর পান্থপথের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়েছে। নগদ কর্তৃপক্ষকে ১২৫০ জনের লিস্ট ডিটেলস পৌঁছে দিয়েছি। নগদ কর্তৃপক্ষ তাদের কার্যক্রম অলরেডি শুরু করেছেন। আশা করি, খুব শিগগির আপনারা আপনাদের সাহায্যের টাকা পেয়ে যাবেন। যাদের নগদ অ্যাকাউন্ট করা ছিল না, তারা ৪ সংখ্যার পিন নগদ থেকে এসএমএস পাবেন। অবশ্যই তারা নতুন পিন সেট করে নিবেন।
এর আগে শিল্পীদের চাল, ডাল, তেল, সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ আরো কিছু নিত্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন অনন্ত। এছাড়া রাজধানীর মোহাম্মদপুর, ভাসানটেক ও সাভারের কয়েক হাজার নিম্ন আয়ের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।