শুক্রবার রাত ১:৩০

১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি

৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

হাটহাজারীতে মাদকদ্রব্য সহ আটক

হাটহাজারী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ ৪ জনকে আটক করেছে।
সূত্রে জানা যায়, ২৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১১ টার দিকে উপেজলার চিকনদন্ডী ইউনিয়নের পীর মোহাম্মদ বাড়ীর কবির আহাম্মদের পুত্র মোঃজাকির হোসেন(৩৪) কে তার এলাকা থেকে ৩২ পিচ ই্য়াবা সহ ২৬ জুলাই বুধবার গভীর রাতে মোঃ ওসমান(২৮),সাং মেহদীপাড়া,হাটহাজারী পৌরসভা কে  ৫২পিচ ইয়াবা সহ মেখল ইউনিয়নের লেংগার দোকান নামক স্থান থেকে এবং মোঃফিরোজ(৩২) ও মোঃ মিজান(১৮) সাং-ভোলা কে ২০ লিটার মদসহ মির্জাপুর ইউনিয়নের সরকারহাট সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। এদের মধ্যে চিকনদন্ডী ইউনিয়ন থেকে ইয়াবা সহ আটক
জাকির হোসেনের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় ২টি এবং বিভিন্ন থানায় ৪টি সহ মাদক ও চুরির মোট ৬টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আটককৃতদের বিরুদ্ধে থানায়
মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে