সমাজ ডেস্ক: কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে কাস্তুল বড়ভাঙ্গা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। শনিবার দুপুরে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করেন রাষ্ট্রপতির ছেলে ও কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এ সময় তিনি বলেন, সেতুর নির্মাণ কাজ শেষ হলে এলাকাবাসী দুর্ভোগ থেকে রেহাই পাবেন।জানা গেছে, উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সড়কে ৯৭.৩২৬ মিটার দীর্ঘ কাস্তুল বড়ভাঙ্গা সেতুর নির্মাণ ব্যয় হবে ১৮ কোটি টাকা। সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতরের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লাসহ প্রমুখ।