পটুয়াখালীতে এআর খান নামের একটি লঞ্চে প্রথম ভাসমান কোয়ারেন্টাইন ইউনটি চালু করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মো. মতিউল ইসলাম চৌধুরী শহরের লঞ্চঘাটে এ কোয়ারেন্টাইন ইউনিটের উদ্বোধন করেন।
কোয়ারেইন্টাইনে থাকা ব্যক্তিদের দেখভাল করার জন্য রয়েছে ডাক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
এ বিষয়ে ডিসির ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, নদীবহুল পটুয়াখালী জেলার জনসাধারণকে করোনার প্রভাব থেকে নিরাপদ রাখতে, নিষেধাজ্ঞা অমান্য করে নৌ-পথে আগত যাত্রীদের কোয়ারেইন্টাইন যথাযথভাবে নিশ্চিতের লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভাসমান এ ইউনিটে ৪০টি ডবল এবং ৩৮টি সিংগেল কেবিন রয়েছে। কোয়ারেইন্টাইনে থাকা ব্যক্তিদের দেখভাল করার জন্য রয়েছে ডাক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ঢাকা-পটুয়াখালীগামী এআর খান লঞ্চে ভাসমান এই কোয়ারেন্টাইন ইউনিটটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন-পটুয়াখালীর সভিলি র্সাজন জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন, সদর উপজলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নতি, পটুয়াখালী নদী বন্দর র্কমকর্তা খাজা সাদকিুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তারা।