রবিবার রাত ১১:৫৮

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

স্বাস্থ্যের নতুন ডিজি অধ‌্যাপক ডা. আবুল বাসার

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের অধ‌্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।  তাকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ‌্য সেবা বিভাগ সূত্রে এ তথ‌্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার।  আবুল কালাম আজাদের পদত‌্যাগ গৃহীত হলে অধ‌্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়।

করোনার সময়ে মাস্ক কেলেঙ্কারিসহ নানা বিতর্কিত  কর্মকাণ্ডের অভিযোগে সমালোচনার মুখে অবশেষে ডা. আবুল কালাম আজাদ মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন।

বুধবার আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিয়ে পরবর্তী প্রক্রিয়া শুরু করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিয়ম অনুযায়ী আবুল কালাম আজাদের পদত্যাগপত্রটি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্মতির জন‌্য রাষ্ট্রপতির কাছে যায়।  সেখান থেকে সম্মতির পর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে