সোমবার সন্ধ্যা ৭:১৬

৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ হেমন্তকাল

স্কুল-কলেজ খোলার সময় এখনো হয়নি : মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, এখনো দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময় হয়নি।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক সভার সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘স্কুল, কলেজ এখনো খোলার মতো সময় এসেছে বলে আমার মনে হচ্ছে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা হয়।

এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম বলেন, ‘এইচএসসি ও অন্যান্য পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করেছে। তারা পরীক্ষার বিষয়টি দেখবে।’

‘সবকিছু ‍বিবেচনা করে তারা কুইকলি একটা সিদ্ধান্ত নেবে। তবে পরীক্ষার বিষয়ে উনারা খুব স্ট্রংলি চিন্তা-ভাবনা করছেন,’ যোগ করেন মন্ত্রিপরিষদ সচিব।

গত ১৬ মার্চ, মহামারি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৯৮৩ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া, নতুন করে দুই হাজার ৪৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে দুই লাখ ৯৭ হাজার ৮৩ জনে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে