অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকাহত তার ভক্ত ও সহকর্মীরা। তার হঠাৎ চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।
এরই মধ্যে এই অভিনেতার মতো দেখতে এক যুবকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শচীন তিওয়ারি নামের এই যুবকের চেহারার সঙ্গে সুশান্তের কিছুটা মিল রয়েছে বলে মনে করছেন নেটিজেনরা। এছাড়া সুশান্তের সংলাপ ও গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরি করেন তিনি।
তবে ‘কাই পো চে’ সিনেমাখ্যাত এই অভিনেতার ভক্তদের দাবি, সুশান্তের কোনো তুলনা নেই। একজন ভক্ত লিখেছেন, ‘সুশান্ত একজনই ছিল এবং আছে, তার কোনো তুলনা নেই, কখনো হবেও না।’ অপর একজন লিখেছেন, ‘ভাই আপনাকে দেখে ভালো লাগলো, তবে আমাদের সুশান্ত ব্যতিক্রম ছিল।’
সম্প্রতি মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুত অভিনীত দিল বেচারা সিনেমার ট্রেইলার। এটি এই অভিনেতার সর্বশেষ সিনেমা। আগামী ২৪ জুলাই মুক্তি পাবে এটি।
দেখুন: শচীন তিওয়ারির ভিডিও