শনিবার দুপুর ১:২৩

৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

১৩ই জিলকদ, ১৪৪৪ হিজরি

২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে

সমাজ ডেস্কঃ- সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের সুনামগঞ্জের সদর উপজেলার জানিগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। 

মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খাদটি বন্যার পানিতে পূর্ণ ছিলো। বাসটি সুনামগঞ্জ শহরে যাওয়ার উদ্দেশে সিলেট থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে।

স্থানীয় লক্ষ্মণ শ্রী ইউনিয়ন পরিষদের সদস্য মহিনুর রহমান জানান, বাসটি খাদে পড়ার সময় তিনি কাছেই ছিলেন। পরে বাস থেকে আহত অবস্থায় বেরিয়ে আসা এক যাত্রীর সঙ্গে তার কথা হয়। ওই যাত্রী তাকে জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসে বেশ কয়েকজন যাত্রী ছিলো।

তিনি জানান, আহত অবস্থায় চার যাত্রী উদ্ধার হয়েছে। তারা জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। বাকি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে