রবিবার রাত ১১:৫৭

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

সীমিত পরিসরে পাসপোর্টের কার্যক্রম শুরু

নভেল করোনাভাইরাসজনিত বৈশ্বিক মহামারির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর পাসপোর্টের কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চালু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। পাসপোর্ট অধিদপ্তর গতকাল বুধবার এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন) মো. সাঈদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের বিস্তার রোধে এবং পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সীমিত পরিসরে এমআরপি এবং ই-পাসপোর্টের নতুন ও রি-ইস্যু কার্যক্রম পরিচালিত হবে।’

দেশে করোনা পরিস্থিতির অবনতি হলে গত ২২ মার্চ থেকে ই-পাসপোর্ট ও মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) বায়োমেট্রিক কার্যক্রম স্থগিত করা হয়। এতে বিদেশগামী শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিড়ম্বনায় পড়েন।

পাসপোর্ট ইস্যুর সঙ্গে আঙুলের ছাপগ্রহণসহ বেশকিছু কার্যক্রম রয়েছে যাতে আবেদনকারীর সরাসরি উপস্থিতি প্রয়োজন। এ কারণেই পাসপোর্টের কার্যক্রম স্থগিত করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে