সোমবার সকাল ৮:৫৯

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

সিলেটে চিতা শাবক উদ্ধার

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় একটি চিতা শাবক উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। শাবকটি পথ হারিয়ে ভারতের সীমান্তের বন থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা জানান, সোমবার (৪ মে) উপজেলার ভোলাগঞ্জ গ্রামের আতাউর রহমানের কলোনি এলাকায় চিতা শাবকটিতে ঘোরাফেরা করতে দেখে কৌশলে একটি খাঁচায় আটক করেন তারা। পরে বিষয়টি বন বিভাগ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়।

বন বিভাগের কোম্পানীগঞ্জের বিট কর্মকর্তা মো. ইয়াসিন রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে চিতা শাবকটি উদ্ধার করেছেন। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে