সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে উল্লাপাড়া থানায় একটি মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী। ওই গৃহবধূর স্বামীর ভাষ্য, বৃহস্পতিবার রাতে তিনি মাছ ধরার জন্য গ্রামের বিলে যান। সেই সুযোগে ওই গ্রামের আবদুল খালেক তাঁর ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে তাঁর স্ত্রীকে ধর্ষণ করে। এ ব্যাপারে জানতে চাইলে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহসিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার পর থেকে ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
প্রকাশ : আগ ০৫, ২০১৭ | Comments Off on সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ