রবিবার সকাল ১০:৪৮

১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১৮ই রজব, ১৪৪৬ হিজরি

৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ শীতকাল

সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে উল্লাপাড়া থানায় একটি মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী। ওই গৃহবধূর স্বামীর ভাষ্য, বৃহস্পতিবার রাতে তিনি মাছ ধরার জন্য গ্রামের বিলে যান। সেই সুযোগে ওই গ্রামের আবদুল খালেক তাঁর ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে তাঁর স্ত্রীকে ধর্ষণ করে। এ ব্যাপারে জানতে চাইলে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহসিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার পর থেকে ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে