মঙ্গলবার দুপুর ১:৫৭

২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

২৮শে শাবান, ১৪৪৪ হিজরি

৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ বসন্তকাল

সাহেদের বিরুদ্ধে চট্টগ্রামে প্রতারণার মামলা

৯১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমের বিরুদ্ধে চট্টগ্রামে প্রতারণার মামলা হয়েছে।

গাড়ি আমদানীকারক এক ব্যবসায়ীর আমদানীকৃত ২০০ গাড়ির (সিএনজি থ্রি হুলার গাড়ি) ঢাকা শহরে চলাচলের জন্য রোড পারমিট করে দেওয়ার কথা বলে ৯১ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে সাহেদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকালে ডবলমুরিং থানায় সাহেদ ও তার এক সহযোগীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন নগরীর ১৩৮০ ডিটি রোড ধনিয়ালা পাড়ার মেসার্স মেগা মোটর্স-এর ম্যানেজার মো. সাইফুদ্দিন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ কুমার দাস মামলার সত্যতা নিশ্চিত করে জানান, সাহেদ ও তার সহযোগী শহিদুল্লাহর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৯১ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে