রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের পাসপোর্ট জব্দ করেছে উত্তরা থানা পুলিশ।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যার পর রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়ে পাসপোর্ট জব্দ করা হয়।
উত্তরা পশ্চিম থানায় ওসি (অপারেশন) ও মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন গাজী বলেন, উত্তরা-১৪ নম্বর সড়কে সাহেদের প্রধান কার্যালয় থেকে তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। তাকে গ্রেপ্তার করতে নজরদারি অব্যাহত আছে।
এদিকে, র্যাবের মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল আশিক বিল্লাহ রাইজিংবিডিকে বলেন, সাহেদকে ধরতে নজরদারি অব্যাহত আছে। তার বিরুদ্ধে অনেক ভুক্তভোগী অভিযোগ করেছেন। যেগুলো তদন্ত কর্মকর্তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।