রবিবার রাত ৯:৫৭

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

সারা দেশে ৯০ চিকিৎসক করোনায় আক্রান্ত

দেশে এ পর্যন্ত ৯০ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ এ তথ্য জানান।

ডা. নিরূপম দাশ বলেন, ‘আক্রান্ত ৯০ চিকিৎসকের মধ্যে বর্তমানে একজন আইসিইউতে আছেন। হাসপাতলে ভর্তি রয়েছেন ৫২ জন। সুস্থ হয়েছেন তিনজন। বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন ৩৩ জন। মৃত্যু হয়েছে একজনের।’

ডা. নিরূপম দাশ আরো বলেন, ‘সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকায়। এখানে ৫০ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।  নারায়ণগঞ্জে ১২ জন, ময়মনসিংহে সাত জন, গাজীপুরের কালিগঞ্জে ছয়জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। বাকিরা অন্যান্য জেলার। 

করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শ আসা ৩০০ স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টিন আছেন বলেও তিনি জানান।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৭৫  জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৮  জন। 

এদিকে, পুরো দেশকে করোনাভাইরাস সংক্রমণে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে