সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আলমগীর ইউসুফকে দেখতে রোববার সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় মন্ত্রী চিকিৎসকদের কাছে আলমগীর ইউসুফের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
আলমগীর ইউসুফের শারীরিক অবস্থা সম্পর্কে পঙ্গু হাসপাতালের সহযোগী অধ্যাপক আবদুর সবুর জানান, আলমগীর ইউসুফের বাম হাতের একাধিক হাঁড় ও বুকের পাজরের দুইটি হাঁড় ভেঙে গেছে। দুই সপ্তাহ পর তার অপারেশন করা হবে। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ২৮ জুন দুপুরে নোয়াখালী পৌর বাজারের সামনে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে আহত হন সাংবাদিক আলমগীর ইউসুফ।