সোমবার সন্ধ্যা ৬:২৩

৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ হেমন্তকাল

সচিব হিসেবে পদোন্নতি পেলেন ৯ জন

নয়জন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার জারি করা প্রজ্ঞাপনে খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. কায়কোবাদ, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইশতিয়াক আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম, পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য মোস্তফা কামাল উদ্দীন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আক্তার হোসেন ভূঁইয়াকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়।

পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ওই কর্মকর্তাদের সচিব হিসেবে আগের দপ্তরেই পদায়ন করা হয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে