সোমবার সকাল ৮:৫৬

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

শেহান মধুশঙ্কা ‘হ্যাটট্রিক-হিরো’ হিরোইনসহ গ্রেফতার

ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিক। ঢাকায় ২০১৮ সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেই হিরো বনে গিয়েছিলেন শেহান মধুশঙ্কা।

দুর্দান্ত এক হ্যাটট্রিক উপহার দেন। সেই ম্যাচটি ৭৯ রানে জিতে শিরোপাও হাতে তুলে শ্রীলঙ্কা। সেই ‘হ্যাটট্রিক-হিরো’ এবার ধরা পড়লেন হিরোইন নিয়ে। 

অবৈধ মাদক রাখার দায়ে ২৫ বছর বয়সী এই পেসারকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার পুলিশ। তাকে পাঠানো হয়েছে দুই সপ্তাহের রিমান্ডে। 

করোনা ভাইরাসের এই সময়টায় কারফিউ চলছে শ্রীলঙ্কাতে। এর মধ্যেই সঙ্গে আরেকজনকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মধুশঙ্কা। রাস্তায় তাকে আটকে জিজ্ঞাসাবাদের সময় কাছ থেকে দুই গ্রামের মতো হিরোইন উদ্ধার করে পুলিশ। 

২০১৮ সালে স্বপ্নময় ওয়ানডে অভিষেকের পর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন মধুশঙ্কা। তবে চোটের কারণে এরপর দল থেকে ছিটকে পড়েন। 

শ্রীলঙ্কার কারফিউ মঙ্গলবার থেকে শিথিল হওয়ার কথা। কিন্তু এরই মধ্যে গত ২০ মার্চ থেকে আইন ভঙ্গের দায়ে ৬৫ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে