সোমবার রাত ৮:৪৮

১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ হেমন্তকাল

শিশুকে অপহরণ করে ধর্ষণ, অন্যদিকে মুক্তিপণ দাবি

নারায়ণগঞ্জের বন্দর থেকে নয় বছর বয়সী এক শিশুকে অপহরণের তিন দিন পর আজ শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী থেকে উদ্ধার করেছে র‍্যাব। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওয়াসিম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওয়াসিম শিশুটিকে তিন দিন আটকে রেখে ধর্ষণ করে এবং তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানিয়েছেন র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী।

আজ শুক্রবার সন্ধ্যায় আদমজী নগরে র‍্যাব-১১-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১ সেপ্টেম্বর সকালে বন্দর উপজেলার মদনপুর নিজ বাসার সামনে থেকে শিশুটি অপহৃত হয়। শিশুটির মা একজন পোশাকশ্রমিক। অপহরণকারী ওয়াসিম তাঁর পরিচিত। ঘটনার দিন কারখানায় নাইট ডিউটি করে তখনো ওই মা বাসায় ফেরেননি। অপহরণের পর মোবাইল ফোনে তাঁর কাছে তিন লাখ টাকা দাবি করেন ওয়াসিম। টাকা না দিলে শিশুকে মেরে ফেলার হুমকি দেন। বিষয়টি ২ সেপ্টেম্বর র‍্যাবকে জানান তিনি। শুক্রবার বিকেলে যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল গলি থেকে প্রথমে অপহরণকারী ওয়াসিমকে গ্রেপ্তার ও পরে ওর ভাড়া বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুকে উদ্ধার করে র‍্যাব।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে