বৃহস্পতিবার সকাল ৭:২৪

৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল

শহীদুল ইসলামকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ

সরকার বর্তমানে বিমসটেকের সেক্রেটারি জেনারেলের দায়িত্বরত এম শহীদুল ইসলামকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শহীদুল ইসলাম বিসিএস ১৯৮৫ ব্যাচে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি কলকাতা, জেনেভা ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন। তিনি দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে আমেরিকা ডেস্ক ও ইউরোপ ডেস্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

শহীদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি দুই সন্তানের পিতা।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে