সরকার বর্তমানে বিমসটেকের সেক্রেটারি জেনারেলের দায়িত্বরত এম শহীদুল ইসলামকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শহীদুল ইসলাম বিসিএস ১৯৮৫ ব্যাচে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি কলকাতা, জেনেভা ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন। তিনি দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে আমেরিকা ডেস্ক ও ইউরোপ ডেস্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
শহীদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি দুই সন্তানের পিতা।