রবিবার সকাল ১১:২৪

১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ হেমন্তকাল

লিবিয়ায় ২৬ জনকে হত‌্যা: মানবপাচারের হোতা গ্রেপ্তার

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত‌্যার ঘটনায় মানবপাচারকারী চক্রের হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ‌্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১ জুন) দুপুরে র‌্যাব থেকে গণমাধ‌্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ‌্য জানানো হয়। তবে কখন, কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিক এ তথ‌্য জানা যায়নি।

র‌্যাব সদরদপ্তরের পুলিশ সুপার (এসপি) সুজয় সরকার বলেন, ‘কামাল হোসেন দীর্ঘদিন ধরে মানবপাচার করে আসছে। লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাচারকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়েছে। কামাল হোসেনের পাসপোর্ট জব্দ করা হয়েছে।’

আজ র‌্যাব-৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে এসপি জানান।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে