রবিবার রাত ১১:৫২

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

লাদাখে যাদের নজর পড়েছে, তাদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে: মোদি

লাদাখে ভারতের অঞ্চলে যারা নজর দেওয়ার সাহস করেছিল, তাদের উপযুক্ত জবাব দিয়েছে ভারত- ১৫ জুন গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের সংঘাতের কথা উল্লেখ করে আজ রোববার এ কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীনা পণ্য বয়কটের মাধ্যমে যেভাবে ভারতীয়রা চীনা অর্থনীতিতে ধাক্কা দিয়েছেন সেটারও প্রশংসা করলেন তিনি। আত্মনির্ভর ভারত গড়তে এই পদক্ষেপ দারুণ অবদান রাখবে বলে আশাবাদী মোদি।

প্রতি মাসের ‘মন কি বাত’ অনুষ্ঠানের এই পর্বে লাদাখ নিয়ে আবার কথা বললেন মোদি, ‘লাদাখে ভারতীয় ভূখণ্ডে যাদের নজর পড়েছে, তাদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারত যেমন বন্ধুত্ব করতে জানে, তেমনই শত্রুদের জবাব দিতে জানে। আমাদের সাহসী সেনারা নিশ্চিত করেছে, তারা কাউকে তাদের মাতৃভূমিকে কলঙ্কিত করতে দেবে না।’

ওই ঘটনায় ২০ ভারতীয় সেনা নিহত হন। সেনাদের আত্মত্যাগের কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী, ‘সাহসীয় সেনাদের কাছে আমরা মাথা নত করি। তারা দেশকে নিরাপদে রেখেছেন। তাদের আত্মত্যাগ সবসময় স্মরণ করবে দেশবাসী।’

এই সংঘাতে দেশের মানুষ চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে, তার প্রভাব সে দেশের অর্থনীতিতেও পড়বে বলে মনে করছেন নরেন্দ্র মোদি।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে