রবিবার রাত ১১:৫২

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

‘রেমডেসিভির’ অনুমোদন পেলো ৮ কোম্পানি, চলতি মাসেই বাজারে আসছে

এ পর্যন্ত দেশের আটটি কোম্পানিকে ‘রেমডেসিভির’ উৎপাদনে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। তবে তারা কবে নাগাদ উৎপাদনে যাবে তা নির্দিষ্ট করে বলতে না পারলেও ঔষধ প্রশাসনের এক কর্ককর্তা জানান, চলতে মাসেই এ অ্যান্টিভাইরাল ড্রাগটি বাজারে আসতে পারে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, আগে সাতটিসহ আরও একটি কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে। মোট আটটি কোম্পানিকে অনুমোদন দেওয়া হলো।

কবে নাগাদ তারা উৎপাদনে যাবে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তারা প্রোডাকশনে কবে যাবে। তবে আশা করা যায় এ মাসের মধ্যে ওষুধটি বাজারে চলে আসবে।

গতকাল পর্যন্ত বেক্সিমকো, বেকন, অপসোনিন, এসকেএফ, ইনসেপ্টা, স্কয়ার এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস এ সাত কোম্পানিকে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছিলেন মোহাম্মদ সালাহউদ্দিন। নতুন করে যে একটি কোম্পানিকে অনুমোদন দিয়েছে, তার নাম তিনি জানাননি।

এ অ্যান্টিভাইরাল ড্রাগটি করোনা ভাইরাস চিকিৎসায় বেশ কার্যকর। যুক্তরাষ্ট্র এ ওষুধের অনুমোদন দিয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে