রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অমিত সূত্রধর (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার হাইরমারা ইউনিয়নের মনিপুরার হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইরমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক বাবলা।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মনিপুরা গ্রামের অতুল সূত্রধরে ছেলে অমিত। তিনি বাড়ির পাশের সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যান। ওই সময় অসাবধাণতাবশত হাতে তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন অমিত। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই সন্তানের জনক অমিতের অকাল মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
প্রকাশ : এপ্রি ২৮, ২০২০ | Comments Off on রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু