সমাজ নিউজ ডেস্ক: রাজশাহীতে এক ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে আরেকটি ট্রাক। এতে ইসহাক আলী (৪৬) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
আহত হয়েছেন ট্রাকের এক হেলপার। তার অবস্থাও আশঙ্কাজনক।
শুক্রবার (১৯ জুন) সকালে রাজশাহী মহানগরীর খড়খড়ি বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহত হেলপার হোসেন আলীকে (২২) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ট্রাকচালক ইসহাক কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের বাসিন্দা। আহত হেলপার হোসেন আলীও একই গ্রামের বাসিন্দা।
এসআই রবিউল ইসলাম জানান, পাথরবোঝাই বেশ কয়েকটি ট্রাক হিলি থেকে রাজশাহী হয়ে রাজবাড়ী যাচ্ছিল। ট্রাকগুলো খড়খড়ি বাইপাস কাগজ মিলের সামনে আসলে সামনের একটি ট্রাক ব্রেক করে। এ সময় পেছনের একটি ট্রাক গিয়ে সামনে ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন পেছনের ট্রাকচালক ইসহাক আলী ও হেলপার হোসেন আলী। পরে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ইসহাককে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, ইসহাক আলীর লাশ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় চন্দ্রিমা থানায় মামলা হবে।