রবিবার বিকাল ৪:১৭

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

রাজন হত্যায় ১২ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : জেলার ভূঞাপুরে কলেজছাত্র রাজন হত্যা মামলায় ১২ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল বিশেষ জেলা জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার এ রায় দেন। রায় শুনানির সময় সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া ১২ আসামির মধ্যে আটজন কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকিরা শুরু থেকেই পলাতক। উল্লেখ্য, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ১৩ এপ্রিল  ভূঞাপুরের ভালকুটিয়া গ্রামে কলেজছাত্র রাজন সরকারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। রাজন ধনবাড়ি ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।  এ ঘটনায় রাজন সরকারের বাবা লাল মিয়া সরকার বাদী হয়ে ওইদিন রাতেই ১৯ জনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে আদালতে তাদের বিচার শুরু হয়।  রাষ্টপক্ষের মামলা পরিচালনা করেন টাঙ্গাইলের স্পেশাল পিপি অ্যাডভোকেট মুলতান উদ্দিন ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন শামীমুল আখতার।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে